chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নতুন বছরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়ার

ডেস্ক নিউজ: ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে নতুন বছর শুরু করলো উত্তর কোরিয়া। জাপান-দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশটির এটি চলতি বছরের প্রথম ক্ষেপণাস্ত্র প্রদর্শনী। এই খবরটি প্রথম জানায় জাপানের কোস্ট গার্ড। যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে জানায় তারা। তবে এর বেশি কোনো তথ্য জানায়নি।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানান, গত বছর থেকে উত্তর কোরিয়া বারবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। যা খুবই দুঃখজনক।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, উত্তর কোরিয়া পূর্ব উপকূল থেকে একটি সন্দেহজনক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে সেটার বিশ্লেষণ চলছে।

জয়েন্ট চিফস অফ স্টাফের বরাত দিয়ে ইয়োনহাপ সংবাদ সংস্থা জানায়, বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটের সময় ভূমিভিত্তিক প্ল্যাটফর্ম থেকে পূর্ব দিকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর