দ্বিতীয়বারের মতো করোনাক্রান্ত রাজ-শুভশ্রী
ডেস্ক নিউজ: দ্বিতীয়বারের মতো প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন তারা।
মঙ্গলবার রাতে টুইট করে রাজ চক্রবর্তী নিজেই এ তথ্য জানিয়েছেন।
রাজ লিখেছেন, ‘শুভশ্রী এবং আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে আছি আমরা। সুরক্ষিত থাকুন। মাস্ক পরুন এবং করোনা সংক্রান্ত সতর্কতামূলক নির্দেশিকা মেনে চলুন।
এরআগে, গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়েছিলেন শুভশ্রী। সেই সময় তার ছেলে এবং ইউভানের কেয়ারটেকারের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল। তবে এবার ইউভানের করোনা টেস্টের রিপোর্ট কি এসেছে সে বিষয়ে কিছু জানাননি এই তারকা দম্পতি।
নিচ/চখ