নির্বাচনের আগের রাতে মেম্বার প্রার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: পঞ্চম ধাপে চট্টগ্রাম জেলার তিন উপজেলায় চলছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। তবে ভোটগ্রহণের আগে আনোয়ারা উপজেলায় আজিজুল হক চৌধুরী নামে এক ইউপি সদস্যে প্রার্থীর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত ১১ টার দিকে উপজেলার ৪ নম্বর বটতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বরৈয়া গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে জানা গেছে। তিনি তালা মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এই বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মো. আনোয়ার খালেদ বলেন, খবরটি আমি শুনেছি। খুব দুঃজনক। নির্বাচনী আইন অনুযায়ী ওই ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে কর্ণফুলী ইউনিয়নে মেম্বার প্রার্থী মো. মনির উদ্দিন তালুকদার মারা গিয়েছিলেন। তিনি নির্বাচনের দিন সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
আরকে/নচ/চখ