নিখোঁজের ৩দিন পর পুকুরে মিলল বৃদ্ধের লাশ
নিজস্ব প্রতিবেদক : তিনদিন আগে গত শনিবার (১ জানুয়ারি) বাড়ি থেকে বের হয়েছেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তনু গুহ। এরপর আর বাড়ি ফেরা হয়নি পয়ষট্টি বছর বয়সী এ বৃদ্ধের।
এদিকে বাড়ির সকলে তাকে খুঁজতে খুঁজতে অস্থির হয়ে উঠেছেন। সকল আত্মীয় স্বজনের বাড়িতেও খোঁজ নিয়ে সন্ধান মিলেনি তনু গুহের।
নিখোঁজ ডায়েরি করা হয় থানায়। এরমাঝেই বাড়ির পাশের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে নিখোঁজ তনু গুহের পরিবারে খবর দেন স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তনু গুহকে শনাক্ত করে। মঙ্গলবার বিকেল ৫টায় পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে পুকুর থেকে ভাসমান লাশটি উদ্ধার করে।
তথ্যটি নিশ্চিত করেছেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) বশির উদ্দিন। তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় তিনদিন আগে নিখোঁজ হওয়া এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। রিপোর্ট হাতে এলে এটি হত্যা না দুর্ঘটনা তা নিশ্চিত করে বলা যাবে।
চখ/আর এস