chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাসপাতালে ভর্তি মাহি,মা হওয়ার গুঞ্জন!

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। একটি ছবিতে হাতে লাগানো স্যালাইনের ক্যানোলা। ক্লান্ত দেহে শুয়ে রয়েছেন। বোঝা যাচ্ছে তিনি অসুস্থ।

ছবিতে দেখা যাচ্ছে অসুস্থ মাহির পাশে নামাজ পড়ছেন রাকিব। অন্য একটি ছবিতে শয্যাশায়ী মাহিকে ফুল দিচ্ছেন। অসুস্থতার কারণ জানা না গেলেও গুঞ্জন উঠেছে, মা হতে যাচ্ছেন মাহি। তবে এ বিষয়ে খোলাসা করেননি মাহি ও রাকিব।

এদিকে ফেসবুকে এক স্ট্যাটাস মা হওয়ার গুঞ্জন আরও উসকে দিয়েছেন মাহি নিজেই। মাহিয়া মাহি লিখেছেন, ‘এখনো আমি সেই স্পর্শটা অনুভব করতে পারছি। আমি দেখতে পাচ্ছি তুমি ঘুমিয়ে আছো।’

এর আগে ফেসবুকে কিছু ছবি পোস্ট করেন মাহি। ক্যাপশনে লিখেছেন, ‘এবং এখানে আমার নতুন বছরের ছবি, আলহামদুলিল্লাহ, রাকিব সরকার।’

এরপর থেকেই গুঞ্জন আরো জোরালো হয়েছে মা হতে চলেছেন মাহি। নতুন বছরে নতুন অতিথি আসতে চলেছে মাহি-রাকিবের সংসারে। তবে মাহিয়া মাহি গণমাধ্যমকে জানিয়েছেন, এ তথ্য সঠিক নয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর