chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামের তিন ইউপি নির্বাচনে মাঠে থাকছে ১৭ ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক: ইউনিয়ন পরিষদের পঞ্চম ধাপে বুধবার (৫ জানুয়ারি)চট্টগ্রাম জেলার বোয়ালখালী, আনোয়ারা ও চন্দ্রনাইশ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মাঠে থাকছেন ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দায়িত্ব পাওয়া ম্যাজিস্ট্রেরা সোমবার  ৩ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি এসব উপজেলায় নিয়োজিত থাকবেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের মধ্যে বোয়ালখালীতে দায়িত্ব পালন করবেন ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরা হলেন পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ, চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মামনুন আহমেদ অনীক, পটিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মো. আবু রায়হান, মিরসরাই উপজেলার সহকারী কমিশনার(ভূমি) এস এম এন জামিউল হিকমা।

আনোয়ারাতে দায়িত্ব পালন করে আসা ৬ জনের মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার হিমাদ্রী খীসা, রাঙ্গুনিয়া উপেজেলার সহকারী কমিশনার(ভূমি)রাজীবে চৌধুরী, কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার(ভূমি) শিরিন আক্তার, আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ আল আমিন সরকার, বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ আতিকুর রহমান, কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার(ভূমি) সুবল চাকমা রয়েছে।

অপরদিকে চন্দ্রনাইশে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটরা হলেন জেলা প্রশাসকের সিনিয়র সহকারি কমিশনার আশরাফুল আলম,জেলা প্রশাসকের কার্যালয়ের নাঈমা ইসলাম, মিল্টন বিশ্বাস, সাতকানিয়া সার্কেলের সহকারী কমিশনার(ভূমি)সজীব কান্ত্রি রুদ্র, সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মো. আশরাফুল আলম ও লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মো. মাসুদ রানা।

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর