chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আগুনে পুড়ে মরলো একই পরিবারের ৩ জন

ডেস্ক নিউজ: রাজধানী উত্তরার চন্ডালবুক এলাকার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা আক্তার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর (১৯), রুমা আক্তার (১৭) ও আফরিন (১৪)।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা আক্তার বলেন, ভোর ৪টা ২০ মিনিটে আগুন লাগে। দুই কক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করে। আগুন নেভানো হয় ৫টা ৪০ মিনিটে।

তিনি আরো বলেন, এ অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ বৈদ্যুতিক গোলযোগ বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। অগ্নি দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো তুরাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়াজিউর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর