chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিয়ানমারের স্বাধীনতা দিবসে বাংলাদেশের শুভেচ্ছা

ডেস্ক নিউজ: মিয়ানমারের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বার্তায় শুভেচ্ছা জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে মিয়ানমারের জনগণের প্রতি শান্তি ও সমৃদ্ধি কামনা করে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। একেবারে ঘনিষ্ঠ ও বন্ধুরাষ্ট্র মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ জনগণ অব্যাহতভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে কাজ করে যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে বাংলাদেশে আশ্রয় পাওয়া মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দ্রুত, স্বেচ্ছায়, স্থায়ী প্রত্যাবাসন প্রত‌্যাশা করছে।

উল্লেখ্য, ৪ জানুয়ারি, ১৯৪৮ সালে মিয়ানমারের স্বাধীনতা দিবস পালন করা হয়। অনুষ্ঠানে ব্রিটিশ বার্মার শেষ গভর্নর হাবার্ট র‍্যান্স এবং তার সঙ্গে স্বাধীন বার্মার প্রথম রাষ্ট্রপতি শ্বে থাইক। উ নু, স্বাধীন বার্মার প্রথম প্রধানমন্ত্রী হন ১৯৪৮ সালে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর