chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মঙ্গলবার বিয়ে করছেন অভিনেত্রী মিম

বিনোদন ডেস্ক : আগেই বাগদান সেরেছেন। এবার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন শোবিজ জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মঙ্গলবার (৪ জানুয়ারি) প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন এই নায়িকা।

জানা যায়, আগামীকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে সনাতন ধর্ম রীতি মেনে মিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

ঢালিউড নায়িকা মিমের সঙ্গে সনি পোদ্দারের দীর্ঘ ৬ বছরের প্রেমের সম্পর্ক ছিল। তবে তারা কেউই কখনো এ বিষয়ে মুখ খোলেননি। বিষয়টি রেখেছিলেন একেবারের লোকচক্ষুর আড়ালে। সনি পোদ্দারের গ্রামের বাড়ি কুমিল্লায় এবং পেশায় তিনি একজন ব্যাংকার।

এর আগে অভিনেত্রী মিম হবুব স্বামীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘ছয় বছর আগে আমার সব হাসির শুরু তোমার সঙ্গে। আজ খুবই বিশেষ দিন। আজ যা শুরু হলো তা চিরদিনের জন্য। নতুন এক অধ্যায়ের শুরু। অবশেষে আমরা আবদ্ধ।’

চখ/আর এস

এই বিভাগের আরও খবর