chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম-সিলেট রুটে বিমান বাংলাদেশের ফ্লাইট শুরু

চট্টলা ডেস্ক: চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

৮ জানুয়ারি থেকে সপ্তাহের প্রতি শনি ও বুধবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ৫১১ ফ্লাইট বেলা সোয়া ১১টায় ছাড়বে। ফ্লাইটটি সিলেটে পৌঁছাবে দুপুর ১২টা ৩৫ মিনিটে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ৫১২ ফ্লাইট প্রতি শনি ও বুধবার বেলা ১টায় ছাড়বে। ফ্লাইটটি চট্টগ্রাম পৌঁছাবে বেলা ২টা ২০ মিনিটে।

সোমবার (৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি বলছে, অভ্যন্তরীণ গন্তব্যগুলোর মাঝে আন্তযোগাযোগ বৃদ্ধির পাশাপাশি ক্রমবর্ধমান যাত্রীর চাহিদার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই পথে আবার ফ্লাইট শুরু হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীরা বিমানের যেকোনো সেলস অফিস, বলাকার প্রধান কার্যালয়ের সেলস সেন্টারসহ অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কিনতে পারবেন।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর