পুকুরেই প্রাণ গেল ৪ বছরের শিশুর
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আনোয়ারায় খেলতে গিয়ে পুকুরে পড়ে গিয়ে আব্দুল্লাহ আল হাসনাইন নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার ওসখাইন গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু হাসনাইন সাতকানিয়া উপজেলার ব্রাহ্মণডাঙ্গা এলাকার আবু সৈয়দের ছেলে। সে তার মায়ের সাথেই আনোয়ারার ওষখাইনে নানা বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
শিশুটির পরিবার বলছে দুপুরে খাওয়া দাওয়ার পর নানা বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলছিলেন শিশু হাসনাইন। খেলতে খেলতে কোন এক সময় সে পুকুরে পড়ে যায়।
দীর্ঘক্ষণ শিশুটিকে বাড়ির আঙিনায় দেখতে না পেয়ে তার মা এবং স্বজনরা তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে পানিতে ভাসতে দেখে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপতালে নিয়ে যায় স্বজনরা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই আলাউদ্দীন তালুকদার।
তিনি বলেন, সোমবার বিকেলে পুকুরে ডুবে যাওয়া এক শিশুকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চখ/আর এস