chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ওমিক্রন ঠেকাতে মক্কা ও মদিনায় বিধিনিষেধ আরোপ

চট্টলা ডেস্ক: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে মক্কা ও মদিনায় আবারো সামাজিক দূরত্বের বিধান আরোপ করেছে সৌদি আরব সরকার।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এই দুটি জায়গায় নামাজি এবং উমরাহ পালনকারী সবার জন্য এসব বিধিনিষেধ প্রযোজ্য হবে। সব দর্শনার্থীকে মাস্ক পরতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তা।

তিনি জানিয়েছেন, সরকার ঘরের ভেতরে ও বাইরে সব জায়গায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছে। এর সাথে মিলিয়ে মক্কা ও মদিনাতেও একই বিধান চালু করা হয়েছে।

ইতিমধ্যে সরকার গত রোববার ঘোষণা করেছে, ১ ফেব্রুয়ারি থেকে দোকানপাট, শপিং সেন্টার এবং রেস্তোরায় যেতে চাইলে সব সৌদি নাগরিক কিংবা সে দেশে বসবাসকারী ও দর্শনার্থীকে কোভিড বুস্টারের প্রমাণ দেখাতে হবে।

উল্লেখ্য, দেশটিতে গত মাসে কোভিড-১৯ কেসের সংখ্যা এক লাফে অনেক বেড়ে গেছে। গত বুধবার সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ৭৪৪টি নতুন কেস শনাক্ত করেছে। এ পর্যন্ত দেশটিতে ৫ লাখ ৫৪ হাজার রোগী শনাক্ত করা হয়েছে। তারমধ্যে মারা গেছে ৮ হাজার ৮৭৪ জন।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর