সীতাকুণ্ডে গাঁজাসহ ২ যুবককে আটক করল পুলিশ
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় আশি হাজার টাকা মূল্যের ৮ কেজি গাঁজা উদ্ধার করে থানা পুলিশ।
এসময় দুই কারবারিকে আটক করার পাশাপাশি কারবারে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়।
রবিবার মধ্যরাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেইট সংলগ্ন রাইজিং কম্পিউটার স্কেলের সামনে থেকে পুলিশ এসব গাঁজাসহ তাদেরকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন ফেনী জেলার সদর ফেনী থানার দক্ষিণ কাশিমপুরের দেলু (সও) বাড়ির ফয়েজ আহম্মেদের ছেলে মো. আজাদ (৪২) ও ভোলা জেলার বোরহান উদ্দিন থানার রানীগন্জ বাংলাবাজার গ্রামের মো. রুবেলের ছেলে মো. সজিব (২১)।
আজ সোমবার (৩ জানুয়ারি) বিকেলে তথ্য নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার ওসি তদন্ত সুমন বণিক। তিনি জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর দুজনকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
চখ/আর এস