chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কুমিল্লায় ট্রলারডুবি: শিশুসহ ৩ জনের মৃত্যু

বিভাগীয় খবর : কুমিল্লার মেঘনা উপজেলার কাঁঠালিয়া নদীতে যাত্রীবাহি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ তিনজন নিহত ও একজন নিখোঁজ রয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। তাছাড়া একই ঘটনায় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ সোমবার (৩ জানুয়ারি) দুপুর পৌনে ২টায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

আক্তার হোসেন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, দাউদকান্দির হাসনাবাদ থেকে যাত্রী নিয়ে তিতাসের দড়িগাও গ্রামের উদ্দেশ্য রওনা করেন। দুপুর ২ টার দিকে ট্রলারটি কাঁঠালিয়া নদীর ওই অংশে পৌঁছালে ডুবে যায়।

মেঘনা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় প্রাথমিকভাবে তিনজন নিহত ও একজন নিখোঁজ রয়েছেন বলে প্রত্যক্ষদর্শী সুত্রে জানতে পেরেছি। সরেজমিনে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর