chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শাহ আমানতে করোনা পরীক্ষা শুরু, ৬ ঘণ্টায় ফল

চট্টলার ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব স্থাপনের পর ছয় ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার ফলাফল পেতে যাচ্ছেন বিদেশগামীরা। এর আগে গত শনিবার (১ জানুয়ারি) আরটিপিসিআর ল্যাব স্থাপন করেছিল স্বাস্থ্য বিভাগ।উদ্বোধনের পর এটি পুরোপুরি চালু হতে দুদিনের কথা বলা হয়েছিল।

সোমবার(৩ জানুয়ারি) থেকে এই ল্যাবে করোনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে।

স্বাস্থ্যবিভাগ বলছে, করোনা পরীক্ষার নমুনা দিতে আরব আমিরাতের যাত্রীদের নির্দিষ্ট ফ্লাইটের ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকতে হবে। নমুনা প্রদানের পর তিন থেকে ছয় ঘণ্টার মধ্যে নমুনা দেওয়া্ ব্যক্তির ফলাফল দেওয়া হবে।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর জানান, আরটিপিসিআর ল্যাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধনধারী প্রবাসী কর্মীরা বিনামূল্যে পরীক্ষার করার সুযোগ পাবেন।মন্ত্রণালয় তাদের টাকা পরিশোধ করবে। তবে ভিজিটর বা অন্য যাত্রীরা নির্ধারিত ১৬শ টাকা ফি পরিশোধ করতে হবে। একই সঙ্গে ল্যাব চালুর ফলে এখন সরাসরি চট্টগ্রাম থেকেই আরব আমিরাত যাওয়া যাবে।

এক্ষেত্রে চারটি বেসরকারি প্রতিষ্ঠান প্রেসক্রিপশন পয়েন্ট, ল্যাব এইড লিমিটেড, মর্ডান হসপিটাল প্রাইভেট লিমিটেড ও শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি আরটিপিসির ল্যাবে কাজ করবে। এর মধ্যে দুটি ঢাকার, একটি কুমিল্লা ও চট্টগ্রামের।

 

আরকে/নচ

এই বিভাগের আরও খবর