লিড পেল বাংলাদেশ
ডেস্ক নিউজ: অধিনায়ক মুমিনুল হক ও লিটন দাসের ব্যাটে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের করা ৩২৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে তৃতীয় দিনের শেষ বিকেলে লিড নেয় সফরকারীরা।
দুই উইকেট হারিয়ে ১৭৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। প্রথমেই সাজঘরে ফিরে যান মাহমুদুল হাসান জয়। ৭৮ রান করে নেইল ওয়াগনারের তৃতীয় শিকারে পরিণত হন এই ওপেনার। পরে ১২ রান করেই ট্রেন্ট বোল্টের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় মুশফিকুর রহিমকে।
এরপর পঞ্চম উইকেট জুটিতে দারুণ প্রতিরোধ গড়ে বাংলাদেশ। লিটন দাস ও মুমিনুল হকের ব্যাটে ভর করে দলীয় সংগ্রহ ৩০০ পার করে বাংলাদেশ। ব্যক্তিগত অর্ধশতকের কোঠা পূরণ করেন দুজনই।
এর আগে টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ৩২৮ রানে গুড়িয়ে যায় কিউইরা। জবাবে ২ উইকেটে ১৭৫ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ।
নচ/চখ