chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পশ্চিমবঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা

ডেস্ক নিউজ: ভারতে আরও ভয়াবহ রুপ ধারণ করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। এর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও।গত চার দিনে সংক্রমণ চার গুণ বৃদ্ধি পেয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে রাজ্যটির একাধিক সরকারি অনুষ্ঠান বাতিল হয়েছে। রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে সব রকমের পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ এ নিয়ে একটি বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল রাজ্যের। তার আগেই একাধিক বিধিনিষেধের কথা ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। খবর আনন্দবাজারের

তিনি জানান, সোমবার (৩ জানুয়ারি) থেকে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট যাত্রী আসনের ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলবে। পশ্চিমবঙ্গের আসন্ন পৌরসভা ভোট নিয়ে তিনি জানিয়েছেন, এ ব্যাপারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর