chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডেঙ্গু: বছরের দ্বিতীয় দিনে হাসপাতালে ভর্তি ১১ জন

ksrm

চট্টলা ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন। তাদের মধ্যে রাজধানাীর হাসপাতালগুলোতে সাতজন, আর দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন চারজন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে রবিবার ( ২ জানুয়ারি ) পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন মোট ৬৪ জন। এদের মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ভর্তি আছেন ৩২ জন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগের হাসপাতালে আছেন ৩২ জন।

তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ২৮ হাজার ৪২৯ জন। আর তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২৮ হাজার ২৬৫ জন।

কন্ট্রোল রুম জানিয়েছে, এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন ১০৫ জন।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর
Loading...