নিউজিল্যান্ডে ব্যাট-বলের রাজত্ব দেখালো টাইগাররা
ডেস্ক নিউজ: নিউজিল্যান্ডে ব্যাট-বলের রাজত্ব দেখালো টাইগাররা।দিনের শুরুতে বোলারদের দুর্দান্ত প্রদর্শনী আর শেষে নাজমুল হাসান শান্তর সঙ্গে তরুণ মাহমুদুল হাসান জয়ের দৃঢ়তাপূর্ণ ব্যাটিং। যার সুবাদে আজকের তিন সেশন পুরোটাই নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ১৭৫ রান।
আগের দিন ২৫৮ রান দিয়ে নিউজিল্যান্ডে ৫ উইকেট তুলে নেয় সফরকারীরা। দ্বিতীয় দিন সকালে বোলারদের বাজিমাত। শরিফুল ইসলাম, তাসকিন আহমেদরা যেমন পরাস্থ করেছেন কিউই ব্যাটসম্যানদের, তেমনি মিরাজ বুঝিয়েছেন ঘূর্ণি বল ক্যারিশমা।
৩২৮ রানে কিউইদের থামিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ দল। সেখানে সিরিজের আগে দুদিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে রান না পাওয়া ওপেনার সাদমান ইসলাম অবশ্য থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। জয়কে সঙ্গে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে পার্টনারশিপে যোগ করেন ৪৩ রান। যেখানে সাদমান ফেরেন ২২ রান করে।
পেসার নেইল ওয়েগনারের ফুলটস বল অন সাইডে ফ্লিক করতে চেয়েছিলেন সাদমান। কিন্ত বল ব্যাটের ওপরের দিকে লেগে ক্যাচ যায় ওয়েগনারের হাতে। সাদমানকে সাজঘরের পথ দেখান তিনি। ৫৫ বলে ২২ রান করে ফেরেন সাদমান।
নচ/চখ