chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আগুন পুড়লো দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট

ডেস্ক নিউজ: ভয়াবহ আগুনে পুড়লো দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবন। এটি দেশটির রাজধানীতে অবস্থিত।

স্থানীয় সময় রোববার (২ডিসেম্বর) এই দুর্ঘটনা ঘটেছে। সে সময় চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর সদস্যরা।

পার্লামেন্ট ভবন এবং এর ছাড়ে আগুন লাগার ঘটনা এএফপিকে নিশ্চিত করেছেন কেপ টাউনের জরুরি বিভাগের মুখপাত্র।

তিনি বলেন, আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সামাজিক মাধ্যমে ঘটনাস্থলে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়টি এখন নিশ্চিত নয়।

নচ/চখ

এই বিভাগের আরও খবর