chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। আটক ওই যুবকের নাম আবদুল জব্বার (২৫)।

আজ রোববার (২ জানুয়ারি) ভোরে ৬ নং ক্যাম্প থেকে বিদেশি অস্ত্রসহ তাকে আটক করা হয়।

আটক ওই যুবক উখিয়া ৬ নম্বর ক্যাম্পের সি ব্লকের আব্দুল কুদ্দুসের ছেলে বলে জানান ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সুপার নাঈমুল হক।

তিনি বলেন, ক্যাম্পে ডাকাতির প্রস্তুতির সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে তাকে আটক করতে সমর্থ হই।

এই সময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন পাওয়া যায়। আইনি প্রক্রিয়া শেষে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএইচ/নচ/চখ

এই বিভাগের আরও খবর