chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম জেলা ইউনিট পরিদর্শনে পিবিআই প্রধান বনজ কুমার

চট্টলা ডেস্ক: পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাংলাদেশ পুলিশ প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার চট্টগ্রাম জেলা ইউনিট পরিদর্শন করে গেছেন।

গত ২৮ ও ৩০ ডিসেম্বর দুইদিন ব্যাপী তিনি চট্টগ্রাম অবস্থান করে চট্টগ্রাম মেট্রো ও পিবিআই চট্টগ্রাম জেলা ইউনিট পরিদর্শন করেছেন।

এসময় তিনি পিবিআই’র নিজস্ব ভবনে অফিসারদের কর্মপরিবেশ এবং ফোর্সের ব্যারাক, নারী ও শিশু ডেস্ক, হাজতখানা এবং পরিবহন শাখা সহ সকল লজিস্টিক্স পরিদর্শন করেন।

এছাড়াও তিনি পিবিআই চট্টগ্রাম মেট্রো ও পিবিআই চট্টগ্রাম জেলা ইউনিটের ইউনিট প্রধানসহ সকল তদন্তকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এসময় তদন্তের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন এবং চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলা সমূহের প্রতি বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা ও পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান সহ ইউনিটের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সসমূহ।

জেএইচ/নচ/চখ

এই বিভাগের আরও খবর