chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শাবনুরের ছেলে আইজান করোনা আক্রান্ত

ksrm

ডেস্ক নিউজ: মা শাবনুরের পর এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আইজান নেহান।

বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন শাবনুরের। পোস্টে তিনি লেখেন, আবারও অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সকলকে জানাচ্ছি, আমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আসার একদিন পরই আমার একমাত্র ছেলে আইজানেরও ‘করোনা ভাইরাস’ ধরা পড়েছে। এখন সে বাসায় আইসোলেশনে আছে। গত বুধবার, ২৯শে ডিসেম্বর আমার ছেলের জন্মদিন ছিল কিন্তু নিজে হাসপাতালে ভর্তি থাকায় তার পাশে থাকতে পারিনি।

সবার কাছে আমার বিনীত অনুরোধ আপনারা আইজানের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ পাক যেন আমার নয়নের মনিকে শিগগিরই সুস্থ করে দেন।

এদিকে, সাবনুর করোনা আক্রান্ত হয়ে সিডনির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নচ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...