chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা আক্রান্ত সৃজিত

ডেস্ক নিউজ: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টলিউড (Tollywood) সিনেমা জগতের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়

শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে এ খবর সৃজিতই জানান। তিনি লেখেন, ‘আমার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আমি আইসোলেশনে রয়েছি। বিগত ৭২ ঘণ্টায় যে যে আমার সান্নিধ্যে এসেছেন তারা দয়া করে নিজেদের টেস্ট করিয়ে নেবেন।

সৃজিতের অসুস্থতার খবর শুনে মনখারাপ তার সহকর্মীদের। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী লিখেছেন, ‘খেয়াল রেখো’। চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো সৃজিত’। কবি পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘কিছু হবে না। নতুন একটা স্ক্রিপ্টের অপেক্ষায় রইলাম।’

এর আগে, বাংলার জনপ্রিয় সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলীর করোনায় আক্রান্ত হয়েছেন।

নচ/চখ

এই বিভাগের আরও খবর