chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা

ksrm

চট্টলা ডেস্ক: সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শনিবার (০১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এসময় শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন প্রধান বিচারপতি। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে সোয়া ১২টার দিকে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন তিনি।

এসময় আপিল বিভাগের বিচারপতিরা ছাড়াও তার সঙ্গে হাইকোর্ট, সুপ্রিমকোর্ট ও আপিল বিভাগের রেজিস্ট্রার জেনারেলগণ উপস্থিত ছিলেন।
এছাড়া ঢাকার জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার মারুফ হোসেন সরদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ প্রশাসন ও গণপূর্তের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...