chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে জোড়া মৃত্যুর দিনে ৫১২ শনাক্ত

ksrm

জাতীয় ডেস্ক : বছরের শেষ দিনে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষে আক্রান্ত হয়ে সারাদেশে নতুন করে আরও দুজন মারা গেছেন।

মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা ও অন্যজন খুলনা বিভাগের বাসিন্দা। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৭২ জন।

তাছাড়া গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন আরও ৫১২ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের বিষ। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৮৫ হাজার ৫৩৯ জন।

আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় সুস্থ হয়েছেন ২৯০ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ১০১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৭৪ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৮০ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর
Loading...