chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীতে জরিমানা গুনল ৭ মেম্বার প্রার্থী

বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ৭ জন সাধারণ ইউপি সদস্য প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ এবং পোপাদিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে এসব প্রার্থীদের জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আকতার। জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন,নির্বাচনী আচরণ বিধি অমান্য করে মাইক ব্যবহারের জন্য এক প্রার্থীকে জরিমানা করা হয়।

তাছাড়া একই দিন পরিচালিত অভিযানে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে শোভাযাত্রা করায় ৬ জন সাধারণ ইউপি প্রার্থীর কাছ থেকেও জরিমানা আদায় করা হয়।

অভিযান অব্যাহত থাকবে জানিয়ে শুক্রবার মোট ৭ প্রার্থীর কাছ থেকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আকতার।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর