হালদা পাড়ে মাটি কাটার অভিযোগে জরিমানা
নিজস্ব প্রতিবেদক : প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা পাড়ে মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে নয়টায় হাটহাজারী ছিপাতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাদামতল এলাকায় অভিযান চালায় প্রশাসন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম।
তিনি জানান, হালদার পাড় থেকে মাটি খনন করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় মাটি খননের কাজে ব্যবহার করা ট্রাক ও এসকেভেটরের চালককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। হালদার জীববৈচিত্র্য রক্ষার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউনএও।
আরকে/আর এস