chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইতালিতে বাড়ছে করোনার সংক্রমণ

ksrm

ডেস্ক নিউজ: ইতালিতে ফের বেড়েছে করোনা সংক্রমণ। একদিনেই ১ লাখের বেশি দাঁড়াচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় একদিনে দেশটিতে ১ লাখ ২৬ হাজার ৮৮৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৫৬ জনের

এর আগে বুধবার ৯৮ হাজার ২০ জনের করোনা শনাক্ত হয়। মৃতু হয় ১৩৬ জনের। করোনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৩৫২ জনের।

এখনও দেশটিতে সব কিছু স্বাভাবিক ভাবে চলছে। ধারনা করা হচ্ছে এভাবে করোনা বিস্তার লাভ করলে যেকোনো মুহুর্তে লকডাউন দিতে পারে দেশটির সরকার।

তবে সরকারি ভাবে লকডাউন দেওয়ার কোন আভাস এখনো পাওয়া যায়নি।
দেশটিতে প্রাণঘাতী এ মহামারি শুরু থেকে এ পর্যন্ত ৫৯ লাখ ৮১ হাজার ৪২৮ জন আক্রান্ত হয়েছেন।
করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৩৭ হাজার ২৪৭ জনের। সুস্থ হয়েছে ৫০ লাখ ৬৪ হাজার ৭১৮ জন।

নচ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...