chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন

ksrm

নিজস্ব প্রতিবেদক : এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে মোট ১২ হাজার ৭৯১ জন পরীক্ষার্থী। এ বোর্ডর অনুষ্ঠিত পরীক্ষায় গড় পাশের হার ৯২.১২ শতাংশ। গতবারের চেয়ে যা ৬ দশমিক ৩৭ শতাংশ বেশি।

আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। এ বছর এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডের ২০৪টি কেন্দ্রে এক লাখ ৫৮ হাজার ৬৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে পাশ করেছে এক লাখ ৪৪ হাজার ৫৫০ জন।

বোর্ড সূত্রে জানা গেছে, এবার বিজ্ঞানে পাশের হার ৯৬ দশমিক ৮২ শতাংশ, যা গেল বছরের তুলনায় ৪ দশমিক ৫৯ শতাংশ বেশি। মানবিকে পাশের হার ৮৭ দশমিক ৪৭ শতাংশ, যা গেল বছরের তুলনায় ১১ দশমিক ৬৩ শতাংশ বেশি এবং ব্যবসায় শিক্ষায় পাশের হার ৯২ শতাংশ, গেল বছরের তুলনায় ৩ দশমিক ৩৩ শতাংশ বেশি।

এবার সবচে বেশি জিপিএ-৫ পেয়েছেন বিজ্ঞানের শিক্ষার্থীরা। বিজ্ঞানে জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ২৯১ জন, যা গেল বছরের তুলনায় ৩ হাজার ১৯২ জন বেশি, মানবিকে জিপিএ-৫ পেয়েছেন ১৫৬ জন, যা গেল বছরের তুলনায় ৯৬ জন বেশি এবং ব্যবসায় শিক্ষায় জিপিএ ৫ পেয়েছেন ১৩৪৪ জন, যা গেল বছরের তুলনায় ৪৯৫ জন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক জানান, বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৮২, মানবিক বিভাগে ৮৭ দশমিক ৪৭ এবং ব্যবসায় প্রশাসন বিভাগে পাশের হার ৯২ শতাংশ। এ বছর শতভাগ শিক্ষার্থী পাশ করেছে, এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৫৪টি। গত বছর ছিল ৫০টি।

পরীক্ষার্থীরা www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবে। এছাড়া, মোবাইল ফোনে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠানোর মাধ্যমে ফল জানা যাবে। এজন্য যেকোনও মোবাইল অপারেটরের নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ৩০ নভেম্বর শেষ হয়। মাত্র এক মাসের মধ্যেই এ পরীক্ষার ফল প্রকাশ করা হলো। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন শ্রেণি পাঠদান না হওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। একজন শিক্ষার্থী নৈর্বাচনিক তিনটি বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করে। আবশ্যিক বিষয়ে এ বছর পরীক্ষা হয়নি।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...