chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে পাশের হার ও জিপিএতে এগিয়ে মেয়েরা

ksrm

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার গড়ে ৯৩ দশমিক ৫৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার ৯১ দশমিক ১২ শতাংশ।যেখানে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন।

জানা যায়, এ বছর এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডের ২০৪টি কেন্দ্রে এক লাখ ৫৮ হাজার ৬৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে পাশ করেছে এক লাখ ৪৪ হাজার ৫৫০ জন।পাশকৃতদের মধ্যে ছাত্র ৬৭ হাজার ১৭১ জন এবং ছাত্রী ৭৭ হাজার ৩৭৯। গত বছরের চেয়ে এ বছর পাশের হার বেড়েছে ৬ দশমিক ৩৭ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৪ দশমিক ৭৫ শতাংশ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্রে আরো জানা যায়, জিপিএ-৫ পাওয়া ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৩৮২ জন ছাত্র এবং ৭ হাজার ৪০৯ জন ছাত্রী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক জানান, বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৮২, মানবিক বিভাগে ৮৭ দশমিক ৪৭ এবং ব্যবসায় প্রশাসন বিভাগে পাশের হার ৯২ শতাংশ। এ বছর শতভাগ শিক্ষার্থী পাশ করেছে, এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৫৪টি। গত বছর ছিল ৫০টি।

এসএএস/জেএইচ/চখ

Loading...