chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রেলের যন্ত্রাংশ কেনার নামে টাকা আত্মসাতের অভিযোগ দুদকের

পূর্বাঞ্চলের প্রকৌশলীসহ ৬ জন আসামি

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ রেলওয়েতে মালামাল কেনার নাম করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে উঠেছে রেলওয়ে পূর্বাঞ্চলের (সিআরবি) প্রকৌশলীসহ ৬ জনের বিরুদ্ধে।

বুধবার (২৯ ডিসেম্বর) এ ৬ জনের বিরুদ্ধে ৪৪ লাখ ৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক এনামুল হক।

মামলার আসামিরা হলেন, রেলওয়ের পূর্ব (সিআরবি) হালিশহর ট্রেনিং সেন্টারের প্রাক্তন বৈদ্যুতিক প্রকৌশলী আনোয়ার হোসেন, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী সদর (পূর্ব) তাকি আল যাওয়াল, এফএ এন্ড সিএওইয়ের কর্মচারী কামরুন নাহার, এসএসএইয়ের কর্মচারী শাহ আলম, এসএসএইয়ের আবুল কালাম আজাদ এবং মের্সাস অর্ণব এসোসিয়েটসয়ের মালিক চৌধুরী শরাফত করিম।

অভিযোগে জানা যায়, পরস্পরের যোগসাজশে ই-টেন্ডারের মাধ্যমে ট্রেনের এসি কোচের জন্য চায়না থেকে কনসেন্ডার মটরসহ মালামাল কেনার নামে ৪৪ লাখ ৮ হাজার টাকা আত্মসাৎ করে মামলার আসামিরা।

তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯ ও ১০৯ সহ ১৯৪৭ সালের দুর্নীতি দমন কমিশনের আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলা নং ৩২।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর