chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পরকীয়ায় চ্যাম্পিয়ন আয়ারল্যান্ড, রানার্সআপ জার্মানি

চট্টলা ডেস্ক: চিরকালই নিষিদ্ধ প্রেমের হাতছানিতে সাড়া দিয়েছেন বহু পুরষ ও নারী। অনেকে মনে করেন, বিবাহিত সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব থেকেই পরকীয়া সম্পর্কের দিকে আগান মানুষ। মানষিক দূরত্বের পাশাপাশি শারীরিক ভাবে অপূর্ণতা থেকেও পরকীয়া সম্পর্কের দিকে ঝোঁকেন মানুষ। তাই তেমন নিয়ে রাখঢাক অনেক বেশি।

একটি অনলাইন ডেটিং সাইটের করাহালের একটি সমীক্ষায় জানা গেছে সারা পৃথিবীতে পরকীয়ায় শীর্ষস্থান দখল করেছে আয়ারল্যান্ড। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে হিটলারের জার্মানি।

সেই সমীক্ষা বলছে, আয়ারল্যান্ডের প্রতি পাঁচজন বাসিন্দাদের মধ্যে একজন পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ছেন। বিবাহে প্রতারণার হার এই দেশে প্রায় ২০ শতাংশ।

আর দ্বিতীয় স্থানে থাকা জার্মানির প্রায় ১৩ শতাংশ নাগরিক কখনো না কখনো পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ছেন।

সমীক্ষায় তৃতীয় স্থানে উঠে এসেছে কলোম্বিয়ার নাম। এই দেশের পরকীয়ার হার ৮ শতাংশের কাছাকাছি।

এমকে/চখ