chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গ্রেফতার জেএমবি’র সামরিক কমান্ডার একদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : নগরীর আকবর শাহ থানাধীন পোর্ট লিংক রোড বাংলাবাজার এলাকা থেকে গ্রেফতার জেএমবি’র সামরিক কমান্ডার মো. সেলিমকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রামের মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত শুনানি শেষে একদিনের রিমান্ডের আদেশ দেন বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপির) অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান।

এর আগে বুধবার ভোররাত সাড়ে ৩টায় তাকে বাংলাজার থেকে গ্রেফতার করার কথা জানিয়েছিলেন সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার ফারুক উল হক।

গ্রেফতার হওয়া মো.সেলিম (৩৩) লোহাগাড়া থানার জঙ্গল পদুয়া আশ্রয়ণ প্রকল্প তরুলতা এলাকার আবু তালেবের ছেলে।

কাউন্টার টেররিজম ইউনিট সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ ফ্রেব্রুয়ারি ২ নম্বর গেইট পুলিশ বক্সে বোমা হামলার ঘটনার মাস্টারমাইন্ড ছিল নব্য জেএমবি’র সামরিক কমান্ডার মো. সেলিম। এ ঘটনায় দায়ের করা মামলায় ইতোমধ্যে গ্রেফতারকৃত ১২ জনের মধ্যে ৯ জন আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। ৮ জন আসামি সেলিমের নাম ও সংগঠনে তার ভূমিকার কথা উল্লেখ করেছে।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর