chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রস্তুতি ম্যাচে মুশফিক-মাহমুদুলের অর্ধশতক

ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ড একাদশ ও বাংলাদেশের মধ্যকার দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে। মাউন্ট মঙ্গানুইয়ে ৭ উইকেটে ১৪৬ রান নিয়ে নিউজিল্যান্ড একাদশ ইনিংস ঘোষণার পর বাংলাদেশ করেছে ৮ উইকেটে ২৬৯ রান।

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ২৭.৩ ওভার খেলা হরেও বুধবার দ্বিতীয় দিনে পুরোটা খেলা হয়। যেখানে ৫ উইকেটে ৭১ রান নিয়ে দিন শুরু করে নিউজিল্যান্ড।

তাসকিন আহমেদকে এদিন বিশ্রাম দিয়ে আর বোলিং করায়নি বাংলাদেশ। মূলত এ দিন স্পিনারদের বোলিং অনুশীলন করানো হয়। যেখানে সুযোগটা কাজে লাগান মেহেদী হাসান মিরাজ। থিতু হওয়া দুই কিউই ব্যাটারকে ফেরান এই অফ স্পিনার। ভুলা থামেন ৫৭ রানে, আভি ৩৩। নিউজিল্যান্ড একাদশ ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ১৪৬ রান তুলে।

বাংলাদেশের স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই সাজঘরে ফেরেন সাদমান ইসলাম। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় উইকেটে দুজনের ৫০ রানের জুটি ভাঙে ৫৩ বলে ২৭ রান করে শান্ত বিদায় নিলে। দলীয় ৮২ রানে মুমিনুল হককেও হারায় বাংলাদেশ। বিদায়ের আগে ২৭ বলে ৯ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

তবে জয় পূর্ণ করেন অর্ধশতক। ১৩১ বলে ১১টি চারের সহায়তায় ৬৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। মুশফিকুর রহিমও ৯১ বলে ৬৬ রান করেন। এছাড়া ৬৮ বলে ৪১ রান করেন লিটন দাস। ম্যাচ ড্রয়ের সময় বাংলাদেশ ১২৩ রানে এগিয়ে ছিল।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর