chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে আরও ১৫ জনের করোনা পজিটিভ

ksrm

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে ফের বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। শনাক্তের হার শূন্য দশমিক ৯৬ শতাংশ।

আজ বুধবার (২৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগেরদিন (২৮ ডিসেম্বর) চট্টগ্রাসে ১১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৫৬ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে ১১ জনই নগরীর বাসিন্দা। অন্য চার জনের মধ্যে রাঙ্গুনিয়ায় দুইজন, আনোয়ারায় একজন  ও একজন ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ২ হাজার ৫৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরীর বাসিন্দা ৭৪ হাজার ২৩৭ জন। বাকি ২৮ হাজার ৩৬২ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরীর, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৯ জনের।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...