chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বৈঠকে বসতে যাচ্ছেন পুতিন-বাইডেন

ডেস্ক নিউজ: অবশেষ বৈঠকে বসতে যাচ্ছেন দুই পরাশক্তি আমেরিকা ও রাশিয়া। দীর্ঘ টালবাহানা কাটিয়ে ইউরোপের নিরাপত্তা সংক্রান্ত বিষয় ও ইউক্রেন সমস্যা নিয়ে জানুয়ারিতে বৈঠকে বসতে যাচ্ছেন দেশ দুটির প্রেসিডেন্ট জো বাইডেন ও ভ্লাদিমির পুতিন

বৈঠকে পরমাণু শক্তি নিয়ন্ত্রণের বিষয়েও দুই রাষ্ট্রের মধ্যে বিশদ আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। খবর: বিজনেস স্টেন ডার্ডের

তবে বিষয়টিনইয়ে মুখ খুলেনি ওয়াশিংটন। যদিও সোমবার বলা হয়েছিল— বৈঠকটি ১০ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে। মঙ্গলবার রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সারগেই র্যাবকোভ তারিখটি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ১০ তারিখ জেনেভাতেই মুখোমুখি হবেন দুই রাষ্ট্রনেতা— আমেরিকার জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে ১২ জানুয়ারি বৈঠকে বসবেন ন্যাটো ও মস্কোর প্রতিনিধিরা।

নচ/চখ

এই বিভাগের আরও খবর