chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিএমপি স্কুল এন্ড কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ksrm

চট্টলার ডেস্ক: সিএমপি স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবনের ভার্টিক্যাল এক্সটেনশন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবনির্মিত লাইব্রেরির উদ্বোধন করেছেন শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দামপাড়ায় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ লাইন্সে অবস্থিত এই কাজের উদ্বোধন করেন তিনি।

এ সময় শিক্ষা উপ-মন্ত্রী নওফেল শিক্ষার্থীদের মনোজাগতিক এবং দার্শনিক পরিবর্তনে একাডেমিক পড়াশুনার পাশাপাশি জীবনের প্রায়োগিক দিকসমূহের সাথে ওরিয়েন্টেশনের তাগিদ দেন।

অনুষ্ঠানে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফরসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরকে/এমকে/চখ

এই বিভাগের আরও খবর
Loading...