chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চা খেয়ে ৭ জন হাসপাতালে ভর্তি

ksrm

বিভাগীয় ডেস্ক : চা খেয়ে দুই প্রতিবেশী ও একই পরিবারের পাঁচ সদস্য অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। ঘটনাটি ঘটেছে আজ সকালে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার আলীপুর গ্রামে।

আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে স্থানীয়রা অসুস্থ সাতজনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের অবস্থার উন্নতি না হলে জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

অসুস্থরা হলেন, হানিফ মিয়া, তরু বেগম, দুলাল মিয়া, মোবাশ্বির মিয়া, শাকিব মিয়া, সিয়াব ও শোয়েব মিয়া।

স্থানীয়রা জানান, সোমবার রাতে আলিপুর গ্রামের হানিফ মিয়ার বাড়িতে চা বানানো হয়। এসময় প্রতিবেশী মোবাশ্বির মিয়া ও শাকিল মিয়াসহ সাত জন চা পান করার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন।

সকালে তাদেরকে প্রথমে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে জেলা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মোল্লা আবিদুর রেজা জানান, তারা খাবারের মাধ্যমে বিষাক্রান্ত হয়েছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ৭২ ঘণ্টার আগে বিস্তারিত কিছু বলা কঠিন বলে জানান তিনি।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর
Loading...