chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বঙ্গোপসাগর থেকে ৭ জেলে উদ্ধার

ksrm

চট্টলা ডেস্ক: ইঞ্জিন নষ্ট হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ফিশিং বোট থেকে ৭ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি ।

তিনি জানিয়েছেন, গত ২১ ডিসেম্বর এফভি মায়ের দোয়া সালমা নামের একটি ফিশিং বোট কক্সবাজার থেকে ৭ জেলে নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায়। এরপর ২৬ ডিসেম্বর রাত ১০টায় বঙ্গোপসাগরের সোনাদিয়া থেকে ১০ নটিক্যাল মাইল পশ্চিমে বোটটির ইঞ্জিন নষ্ট হয়ে সমুদ্রে ভাসতে থাকে।

তারপর, ২৭ ডিসেম্বর বিকেল ৫টা ৪৫ মিনিটে ভাসমান বোটটি নেটওয়ার্কের মধ্যে আসলে বোটের মাঝিরা কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ স্থাপন করে সাহায্য চাইলে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং ফিশিং বোটটিসহ ৭ জেলেকে জীবিত উদ্ধার করে।

উদ্ধারকৃত জেলে এবং ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তাস্তর করা হয়।

সিশা/এমকে/চখ

এই বিভাগের আরও খবর
Loading...