chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কেইপিজেডের সু তৈরির কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর পতেঙ্গার কেইপিজেডের একটি সু তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে কেইপিজেডের ১ নং সেক্টরের চিং চ্যাং সু বিডি ফ্যাক্টরির ম্যাটেরিয়াল ওয়ারহাউজের ৫ম তলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে আগুন লাগে।

বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কেইপিজেড ও সিইপিজেডের ৫টি গাড়ি গিয়ে সকাল সাড়ে ১০ টার দিকে আগুন নির্বাপন করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, কেইপিজেডের ১ নং সেক্টরের ৫ তলা একটি সু তৈরির কারখানার দ্বিতীয় তলার একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দুইটি স্টেশনের ৫ টি গাড়ির সাহায্যে সাড়ে ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর