chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিয়াম- অবন্তীর ঘরে আসছে নতুন অতিথি

ksrm

ডেস্ক নিউজ: ভালোবেসে বিয়ে করেছেন জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ এবং শাম্মা রুশাফি অবন্তী। এই দম্পতির সংসারে আসেছে নতুন অতিথি।

খবরটি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন হালের জনপ্রিয় নায়ক সিয়াম।

নিজের এবং স্ত্রীর একটি ছবি প্রকাশ করে এই খবর ভক্তদের সঙ্গেও শেয়ার করেছেন এই নায়ক।
শনিবার দিবাগত রাত ১০টায় নিজের ফেসবুকে স্ত্রীর সঙ্গে একটি ছবি দিয়ে একটি সুন্দর ক্যাপশনও দেন সিয়াম। সেই সঙ্গে ‘আলহামদুলিল্লাহ’ লিখে জানান স্রষ্টার প্রশংসাও।

ছবির ক্যাপশনে সিয়াম লেখেন, ‘দশটি ছোট হাতের আঙুল, দশটি ছোট পায়ের আঙুল, ভালোবাসা ও আশীর্বাদের সঙ্গে আমাদের পরিবার বড় হয়। এই মূল্যবান আত্মা, খুব মিষ্টি আর নতুন, এই ছোট্ট জীবন, একটি স্বপ্ন বাস্তব হচ্ছে। আলহামদুলিল্লাহ্।’

প্রসংগত, স্বর্ণালি সময়ে পদার্পণ করছেন তিনি। এই অভিনেতার হাতে রয়েছে সবচেয়ে আকর্ষণীয় ও সম্ভাবনাময় সিনে লাইনআপ। সিয়ামকে সর্বশেষ দেখা গেছে ‘মৃধা বনাম মৃধা’ সিনেমায়। মুক্তি অপেক্ষায় আরও অনেক সিনেমা।

নচ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...