chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বেলা বাড়ার সাথে লোহাগাড়ায় বেড়েছে ভোটার

নিজস্ব প্রতিবেদক : সকালে শীতের তীব্রতা বেশি থাকায় ভোটারের উপস্থিতি ছিল কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোহাগাড়ার ভোট কেন্দ্রগুলোতে বাড়ছে ভোটার সংখ্যা। তবে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রবিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টা পর্যন্ত লোহাগাড়ার কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে এমন দৃশ্য দেখা যায়।

উপজেলায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান বলেন, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। উপজেলার সবকটি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে।

ফরিয়াদেরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে আসা নজরুল ইসলাম বলেন, সকালে বেশি কুয়াশা ছিল। তাই একটু দেরিতেই ভোট দিতে এসেছি। কোনও সমস্যা হচ্ছে না।

চুনতি হাফেজিয়া আদর্শ মাদ্রাসা কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। এ কেন্দ্রে ভোট দেওয়ার পর মোসলেম উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি বলেন, সকাল সকাল ঝামেলা ছাড়াই ভোট দিয়ে দিয়েছি। কোনো সমস্যা হয়নি।

দিলু আরা বেগম নামে এক নারী ভোটার বলেন, ভোটের লাইন কম ছিল শুনে ভোট কেন্দ্রে আসি। আসার পর দেখি দীর্ঘ লাইন। পরে ভোট দিয়ে লাইন ধরে আছি ধীর্ঘক্ষণ।

ভোট দিচ্ছেন এক নারী ভোটার

লোহাগাড়া উপজেলায় ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন, রাজিব চৌধুরী, মোহাম্মদ আল আমিন সরকার, মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, মো. আবু রায়হান দায়িত্ব পালন করছেন।

এখানকার ৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে দুই ইউনিয়নে বিনাভোটে নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী। চেয়ারম্যান পদে ভোট হবে চার ইউনিয়নে। ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ২২২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফরিয়াদেরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুসলেম উদ্দিন বলেন, অপ্রীতিকর কোনও ঘটনা নেই। ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিচ্ছেন।

জেলা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে পটিয়ার ১৭টি ইউনিয়ন, কর্ণফুলীর চারটি ও লোহাগাড়ার ছয়টি ইউনিয়নে ২৪৯টি ভোটকেন্দ্রের ভোটকক্ষ এক হাজার ৪৬১টি। ২৭ ইউনিয়নের মোট ভোটার চার লাখ ৯২ হাজার ৬১৭ জন।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর