chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাংলাদেশের কাছে পাত্তাই পাইনি কুয়েত

খেলাধুলা ডেস্ক : নিজেদের দ্বিতীয় ম্যাচে কুয়েতকে পাত্তাই দিল না টাইগার যুবারা। রিপন মন্ডল, মেহেরব হাসান এবং রাকিবুল হাসানের দুর্দান্ত বোলিংয়ে ২২২ রানের জয় পেয়েছে বাংলাদেশ

শনিবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ ‘বি’-এর ম্যাচে কুয়েতকে বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। সে সাথে সেমির পথেই এগিয়ে গেল টাইগাররা।

এর আগে দিনের প্রথম ইনিংসে মাহফিজুল ইসলামের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৯১ রানের বড় সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে সেরা ইনিংসটি খেলেছেন মাহফিজুল।

আউট হওয়ার আগে ১০৭ বলে সেঞ্চুরি তুলে নেন ১১২ রান। তাছাড়া ২৪ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন মেহেরব হাসান। তাহজিবুল ২৫, আরিফুল ২৩ ও অধিনায়ক রাকিবুল হাসান আউট হয়েছেন ২১ বলে ২১ রান করে।

জয়ের জন্য ২৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কুয়েত অনূর্ধ্ব-১৯ দল। ইনিংসের পঞ্চম ওভারেই উইকেট হারায় তারা। দলীয় মাত্র ৭ রানে কুয়েতের তিন উইকেট তুলে নেন বাংলাদেশের বোলাররা।

একপ্রান্তে মিত ভাবসার আগলে রাখার চেষ্টা করলেও বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। তাতে মাত্র ৬৯ রানে অল আউট হয় কুয়েতের যুবারা। কুয়েতের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন ভাবসার। বাংলাদেশের হয়ে রিপন তিনটি এবং মেহেরব-রাকিবুল নিয়েছেন দুটি করে উইকেট।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর