chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভোটের আগের দিন মারা গেলেন মেম্বার

ksrm

চট্টলা ডেস্ক: ভোটের একদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ইউনিয়ন পরিষদ সদস্য প্রার্থী সাইদুল ইসলাম। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য প্রার্থী ছিলেন।

শনিবার (২৫ ডিসেম্বর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাইদুল। সে নরিনা ইউনিয়নের নরিনা গ্রামের মৃত আজিজুল হক সরদারের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন নরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক। তিনি বলেন, ভোরে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন সাইদুল। তাকে দ্রæত হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। সাইদুল ইসলাম নরিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে মোরগ প্রতীকে লড়ছিলেন। তিনি সম্ভাবনাময় প্রার্থী ছিলেন।

উল্লেখ্য, চতুর্থ ধাপে আগামীকাল ২৬ ডিসেম্বর রোববার সিরাজগঞ্জের তিনটি উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর
Loading...