chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জলদস্যু নেতা মিন্টু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের কুতুবদিয়া-মহেশখালী সমুদ্র এলাকার জলদস্যু নেতা মো. ফরিদ আলম মিন্টুকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত আটটায় নগরীর কোতোয়ালী থানার লালদিঘী পাড় এলাকা থেকে অস্ত্র মামলার পলাতক থাকা এই আসামিকে গ্রেফতার করে তারা। মিন্টুর গ্রামের বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়া পরান শিকদার পাড় এলাকায়। সে আবুল কালামের সন্তান।

র‌্যাব জানায়, জলদস্যু লিডার ফরিদ ২০১৬ সাল থেকে কুতুবদিয়া-মহেশখালী সমুদ্র এলাকায় মাছ ধরার নৌকা ছিনতাই ও মাঝিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছে। এমনকি এসব এলাকায় নিজের দখলে রাখতে তারেক আজিজ নামে এক জলদস্যুকে মাসিক বেতনের ভিত্তিতে নিয়োগ দেয়। এরমধ্যে তারেক ২০১৮ সালে র‌্যাবের ক্রয়ফায়ারে মারা গেলেও মিন্টু পালিয়ে যায়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল গণমাধ্যমকে জানান, নগরীর পাহাড়তলী থানার অস্ত্র মামলার পলাতক আসামি জলদস্যুর লালদীঘি পাড়ে অবস্থান নিশ্চিত হওয়ায় আমাদের একটি টিম সেখানে অভিযান চালায়। তার বিরুদ্ধে কুতুবদিয়া থানায় ৬টি ও পাহাড়তলী থানায় একটি অস্ত্র মামলা রয়েছে।

আরকে/এমকে/চখ