chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে আরও ৮ জনের করোনা শনাক্ত

ksrm

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এসময় কারো মৃত্যু হয়নি। চট্টগ্রামে মোট শনাক্ত হয়েছে এক লাখ দুই হাজার ৫৬৭ জন। মৃত্যু হয়েছে এক হাজার ৩৩২ জনে।

শনিবার (২৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১৬০ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হন। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় শূন্য দশমিক ৬৮ শতাংশ। আক্রান্তদের সবাই নগরীর বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় , চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে দুইজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে দুইজন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে দুইজন ও বিআইটিআইডি ল্যাবে দুজনের করোনা শনাক্ত হয়।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...