chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

জাতীয় ডেস্ক : ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতির দপ্তর থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চের ইঞ্জিন থেকে আগুন লেগে এ পর্যন্ত ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

তাছাড়া এ ঘটনায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন আরও বহু যাত্রী। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিহত প্রত্যেক পরিবারকে দেড় লাখ টাকা করে দেয়া হবে জানান।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর