chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইতালি ফেরত যাত্রীর ব্যাগে ২ কোটি টাকার সোনা

বিভাগীয় খবর : ইতালি থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসা এক প্রবাসীর ব্যাগ তল্লাশী করে ১ কোটি ৮৪ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৭০ গ্রাম ওজনের সোনা উদ্ধার করা হয়েছে।

এসময় আমরানুল হক নামে ওই প্রবাসীকে আটক করা হয়। তিনি ইতালিয়ান পাসপোর্টধারী। বাংলাদেশে তার স্থানীয় ঠিকানা নরসিংদীর রায়পুরায়।

ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ২টা ৩০ মিনিটে আমরানুল হক ইতালি থেকে একটি ফ্লাইটে করে শাহজালালে অবতরণ করেন।

ইমিগ্রেশন শেষে গ্রীণ চ্যানেল অতিক্রমকালে তার সঙ্গে থাকা লাগেজ স্ক্যানিং করা হয়। এ সময় তার ব্যাগের ভেতর স্বর্ণের অস্তিত্বের ইমেজ পাওয়া যায়।

‘পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে আমরানুল হকের ব্যাগে থাকা পাত আকতি ৭ পিস এবং পিণ্ড আকতি ১০ পিস স্বর্ণ জব্দ করা হয়।

একই সঙ্গে অবৈধভাবে সোনা আনার দায়ে ইতালি ফেরত ওই যাত্রীকেও গ্রেফতার করা হয়েছে। অবৈধভাবে আনা এই সোনার ওজন ৩ কেজি ৭০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৪ লাখ টাকা।

আমরানুল হকের বিরুদ্ধে ডিএমপির বিমানবন্দর থানায় কাস্টমস আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর