chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সন্ধ্যার পর কর্মজীবী নারীদের টার্গেট করে ছিনতাই!

নিজস্ব প্রতিবেদক : সন্ধ্যার পর কর্মজীবী নারীদের টার্গেট করে সিএনজি চালিত অটোরিকশায় চড়ে ব্যাগ ছিনিয়ে নেয়া একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে নগরীর বায়েজিদের বিআরএসএম মোড়ে এক ব্যক্তির ব্যাগ ছিনতাইয়ের সময় এরা গ্রেফতার হন। গ্রেফতারের সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও দুটি কিরিচ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বোয়ালখালী উপজেলার পূর্ব চরণদ্বীপের ইউফুফজানের বাপের বাড়ির মো. ইসমাইলের ছেলে মো. ইউসুফ প্রকাশ ইলিয়াছ (৩২) এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকার কাঁঠাল বাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে মো. সুমন মিয়া (২৭)।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, চক্রটি মূলত কর্মজীবি নারীদের টার্গেট করে ছিনতাই করে আসছিল। গতকাল ছিনতাই করে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন হামকা গ্রুপের সদস্য। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ২২টি মামলা রয়েছে। দুজনকেই আদালতে পাঠানো হয়েছে।

আরকে/আর এস

এই বিভাগের আরও খবর